1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

বাঘের গর্জনে কাবু অস্ট্রেলিয়া

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭ বার সংবাদ দেখেছেন

ক্রীড়া প্রতিবেদক || ৮ বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ তে। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর দল জিতেছিল ২৩ রানে।                                                                      ২২ রানের টার্গেটে খেলতে নেমে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে দারুণ জয় এনে দেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দুজনে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৮ বল বাকি থাকতেই জয় এনে দেন দলকে। আফিফ ৩১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন। আর সোহান ২১ বলে ২২ রান করেন। সিঙ্গেলস-ডাবলসের সঙ্গে চার-ছয়ে অজিদের বধ করেন এই দুই তরুণ ক্রিকেটার। সাকিবের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৬ রান। ২৪ বলে ২৩ রান করেন মেহেদী হাসান। মাহমুদউল্লাহ ফেরেন ০ রানে।                                                                                                                                                            এর আগে টস জিতে খেলতে নেমে মোস্তাফিজ শরিফুলদের পেসের সঙ্গে মেহেদী-সাকিবদের ঘূর্ণিতে ১২১ রানের বেশি করতে পারেনি অজিরা। সর্বোচ্চ ৪৫ রান করেন মিচেল মার্শ। মোস্তাফিজ সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২ উইকেট নেন শরিফুল।                জয় থেকে আর মাত্র ২২ রান দূরে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসানের দারুণ ব্যাটিং বাংলাদেশের রান স্পর্শ করে তিন অঙ্কের ঘর। ৮১ মিনিট ও ৯৩ বলে ১০০ রান করে লাল সবুজের দল। সাকিব-মাহমুদউল্লাহকে হারিয়ে বাংলাদেশ চাপে পড়লেও এই দুজনের ব্যাটে দেখা মেলে স্বস্তির।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন