যুক্তরাজ্যের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা এমআইফাইভ এর মহাপরিচালক কেন ম্যাককালাম শুক্রবার এই সতর্কবার্তা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে হামলার ২০ তম বার্ষিকীর প্রাক্কালে বিবিসি রেডিও ফোর টুডে প্রোগ্রামে এক সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, “যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি একটি বাস্তব এবং স্থায়ী ব্যাপার।”
“সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকা এবং বিশ্বব্যাপী উগ্রবাদকে পরাজিত করার জন্য আমরা প্রতিনিয়তেই লড়াইয়ে মুখে আছি।”
যুক্তরাজ্যে সবশেষ বড় হামলাটি হয়েছিল ২০১৭ সালে। ওই সময় ম্যানচেস্টারে একটি কনসার্টে বোমা হামলা হয় এবং লন্ডনের দুটো সেতুতে ছুরি হামলা হয়। এরপর গত চার বছরে যুক্তরাজ্য মোট ৩১টি ‘শেষ-পর্যায়ে-থাকা হামলা পরিকল্পনা’ ব্যর্থ করে দিয়েছে বলে জানান ম্যাককালাম।
তিনি বলেন, ওই হামলা পরিকল্পনাগুলোর মধ্যে ৬টি পরিকল্পনা হয়েছিল মহামারী চলার সময়। এসবই ছিল মূলত ইসলামি উগ্রপন্থিদের হামলা পরিকল্পনা – তবে উগ্র ডানপন্থি সন্ত্রাসীদের হামলা পরিকল্পনার সংখ্যাও বাড়ছে।
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের সাফল্যে হামলা পরিকল্পনাকারী এইসব জঙ্গিরা উৎসাহিত হয়ে উঠতে পারে জানিয়ে ম্যাককালাম বলেন, “যে জঙ্গিরা ইতোমধ্যেই যুক্তরাজ্যে কিংবা অন্য দেশগুলোতে আছে, তাদের মনোবল রাতারাতি বেড়ে যাওয়া এবং তারা মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে।”
“আফগানিস্তানে যা ঘটছে তাতে এই জঙ্গিদের কেউ কেউ যে উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে তাতে সন্দেহ নেই,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে তালেবান আফগানিস্তানের মাটিকে অন্য কোনও দেশে জঙ্গি হামলা চালানোর জন্য ব্যবহার হতে না দেওয়ার অঙ্গীকার করেছে। আফগানিস্তান সেই ২০ বছর আগের পশ্চিমা বিশ্বে হামলা পরিকল্পনাকারী আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর মতো কোনও আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর স্বর্গভূমি হবে না বলেই প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।
কিন্তু তালেবানের সেই প্রতিশ্রুতি পূরণ নিয়ে সংশয় আছে এবং আবারো আগের মতোই ঘটনা ঘটার ঝুঁকি আছে বলে মনে করেন ম্যাককালাম। তার মতে, জঙ্গিরা কেবল চাঙ্গা হয়ে ওঠাই নয় বরং তারা আবার সংগঠিত হয়ে ‘৯/১১ বা তৎপরবর্তীকালের’ মতো বড় ধরনের হামলা পরিকল্পনাও করতে পারে।