প্রতিবেদক প্রতারণার অভিযোগে এক গ্রাহকের করা মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে ঢাকার মোহাম্মদপুরে রাসেলের বাসায় ঘণ্টাখানেক অভিযান চালানোর পর তাদের দুজনকে র্যাবের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান খায়রুল ইসলাম বলেন, “তাদের র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। যে মামলা হয়েছে, তাতে তাদের গ্রেপ্তার দেখানো হবে।” বিকাল ৪টার দিকে স্যার সৈয়দ রোডের একটি নয়তলা ভবনের চতুর্থ তলায় রাসেলের ফ্ল্যাটে র্যাবের অভিযান শুরু হয়। পরে বিকাল সোয়া ৫টার দিকে রাসেল ও তার স্ত্রীকে বাসা থেকে বের করে র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে ইভ্যালি সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে র্যাব সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। শুক্রবার বিস্তারিত জানিয়ে প্রেস ব্রিফ্রিং করা হবে।”