জ্যেষ্ঠ প্রতিবেদক |রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টা হয়েছে। শুক্রবার (১৫ অক্টােবর) জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ এর ব্যানার নিয়ে কয়েকশ লোক মিছিল বের করে এই বিশৃঙ্খলার চেষ্টা করে। মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ রাইজিংবিডিকে বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) বাইজিদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিষয়ে চলছে যাচাই-বাছাই। আর মিছিলকারীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বিশৃঙ্খলা এড়াতে জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান দেখা যায়। এছাড়াও মসজিদের চারপাশ, পল্টন মোড় ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব, বিজিবির টহল দেখা গেছে।