1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

অপরিচিত-নতুন লেখকের বইয়ে পাঠকের আগ্রহ কম

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৩ বার সংবাদ দেখেছেন

৯ মার্চ, অমর একুশে বইমেলার ২৩তম দিন। আগামী ১৭ মার্চ শেষ হ‌বে এবারের বইমেলা। আর মাত্র আট দিন বাকি। মেলার শেষ সপ্তা‌হে বিভিন্ন প্রকাশনী ঘুরে প্রকাশক, পাঠক, লেখকের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে- স্টলগুলোতে পাঠক ও ক্রেতার ভিড় থাকলেও নতুন এবং আন‌কোরা লেখকের বইয়ের চাহিদা তেমন নেই।

বেশ কিছু প্রকাশনীর মা‌লিক এবং বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গে‌ছে, প‌রি‌চিত লেখক‌দের বাইরে পাঠকরা এখন পর্যন্ত নতুন লেখকদের লেখার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠতে পারেনি। এছাড়া নতুন লেখকদের বইয়ে পাঠকের আগ্রহও ‌তেমন নেই।

এবা‌রের মেলার চিত্র ভিন্ন। প্রথম‌দিন থে‌কেই মেলাপ্রাঙ্গণে পাঠক, দর্শনার্থী ভরপুর। প্রতি‌দিনই মেলার গেট খু‌লে দেওয়ার পর থে‌কে লোকে লোকারণ্য হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ। এবা‌রের পাঠক‌দের মধ্যে বেশির ভাগের দৃষ্টিই হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হকের প্রকা‌শিত বই‌য়ের প্রকাশনীগুলোর দিকে। প্রয়াত লেখক কিংবা প্রবীণ লেখকদের চাহিদার কাছে নতুন যারা লিখছেন, তারা ঠিক সুবিধা করে ওঠতে পারছেন না। এর ম‌ধ্যে একমাত্র ব্য‌তিক্রম লেখক হ‌চ্ছেন সাদাত হো‌সাইন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন