1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

আলোচনাতেই সাকিবকে ‘সামলানোর’ পথ খুঁজছে বিসিবি

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৩ বার সংবাদ দেখেছেন

ক্রীড়া প্রতিবেদক || মুঠোফোনে সাকিবের সঙ্গে কথোপকথন ও টিভির পর্দায় সাকিবকে দেখে মেলাতে পারছিলেন না বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তার ভাষায়, ‘আমার সঙ্গে যখন কথা হয়েছিল তখন ওকে বিষণ্ণ লাগছিল। কিন্তু টিভিতে দেখলাম অনেক অর্গানাইজড। হাসিখুশি লাগছিল পুরোটা সময়।’

মুঠোফোনে সাকিবের ওই বিষণ্ণতার কারণ শারীরিক ও মানসিকভাবে সে আনফিট। সেজন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছেন। দুদিন সময় নিয়ে বিসিবি তাকে সবধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামে পাঠিয়েছে। ৫৩ দিনের এই বিশ্রাম কি সাকিব ও বোর্ডের মধ্যে যে দেয়াল তা মেটাবে?

দেশ ছাড়ার আগে গণমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার অভিযোগে চাইলেই সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারে বিসিবি। বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে তার যেকোনো সমস্যা সমাধানের দায়িত্ব বোর্ডের। পাশাপাশি নিজের দাবি-দাওয়াও তুলে ধরবেন বোর্ডের কাছে। কিন্তু সাকিব বরাবরের মতো এবারও বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়েছেন।

জেনেও কেন এমন ভুল, শৃঙ্খলা ভঙ্গ সাকিবের? উত্তরটা জানা নেই জালাল ইউনুসের কাছেও, ‘শৃঙ্খলা ভঙ্গ করেছে কিনা…আমি বলেছি, মিডিয়ায় বলার আগে আমাদের সঙ্গে বলা উচিত ছিল। সে বলেছে যে, ব্যাপারটা সে জানে। আমাদের জিজ্ঞেস করতে পারত। কিন্তু কেন করেনি সেটা তাকেই জিজ্ঞাস করলে ভাল হয়। সে আমাদের সঙ্গে কথা বলতে পারত এবং আলোচনা করা উচিত ছিল।’

তবে সাকিবের এই শৃঙ্খলা ভঙ্গকে নতুন নামে পরিচিত করতে চাইলেন জালাল ইউনুস, ‘হিট অব দ্য মোমেন্ট সেটা সে বলতে পারে। যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এর পরে কী সিদ্ধান্ত বা কী হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। সে আসুক তারপর দেখা যাবে।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন