1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

হাদিসুরের মরদেহ দেশে আসছে রোববার

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১২১ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক ||ইউক্রেনের বন্দরে আটকে থাকা জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় প্রাণ হারানো থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রোববার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন বলেন, ‘রোববার রাত ৮টার দিকে টার্কিশ এয়ারলাইন্সে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।’

এর আগে, গত বুধবার (৯ মার্চ) দুপুরে দেশে ফেরেন বাংলার সমৃদ্ধি জাহাজের বেঁচে যাওয়া বাকি ২৮ জন নাবিক। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ উইংয়ের মহাপরিচালক সিকদার বদিরুজ্জামান জানান, হাদিসুর রহমানের মরদেহ খুব শিগগিরই দেশে নি‌য়ে আসার জন্য কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ মার্চ রকেট হামলায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর বেঁচে যাওয়া বাকি ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন