1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ

সাংবাদিক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১২ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক || জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে এই ভোটাভুটি হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশ্নে এই ভোট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১৪০টি দেশের ভোটে ইউক্রেনের পক্ষে আনা প্রস্তাবটি পাস হয়েছে।

প্রস্তাবে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করে অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধের তাগিদ দেওয়া হয়। তবে এই প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা রাশিয়ার নেই।

গেল বুধবার প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। এদিনই ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়াও। তবে সেটি গৃহীত হয়নি।

এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে বিরত ছিল ৩৮টি দেশ। এসব দেশের মধ্যে চীন, ভারত, পাকিস্তানও রয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। দেশগুলো হলো— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

এর আগে, ইউক্রেনে হামলা বন্ধে চলতি মাসের ২ তারিখে প্রস্তাব পাস হয়েছিল সাধারণ পরিষদে। তখন পক্ষে ১৪১ দেশ ভোট দিলেও বাংলাদেশ ভোটদানে বিরত থাকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন