জ্যেষ্ঠ প্রতিবেদক || জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আপাতত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই। ৩০ বছর বয়সসীমার মধ্যে একজন প্রার্থী চাকরির জন্য আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে ১-২ বছর সময় লাগলেও তা গণনা করা হয় না।’
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে উল্লেখযোগ্য সেশনজট নেই। ফলে, শিক্ষার্থীরা সাধারণত ১৬ বছরে এসএসসি, ১৮ বছরে এইচএসসি এবং ২৩-২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে। সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বিধায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ৬-৭ বছর সময় পেয়ে থাকে। এছাড়া, ৩০ বছর বয়সসীমার মধ্যে একজন প্রার্থী চাকরির জন্য আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে ১-২ বছর সময় লাগলেও তা গণনা করা হয় না।’