1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

দায়িত্ব নেওয়ার এক দিন পর শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদত্যাগ

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৮ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক ||
দায়িত্ব নেওয়ার এক দিন পর পদত্যাগ করেছে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি চরম অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে খাবার ও জ্বালানির জন্য আন্দোলন শুরু করেছেন সাধারণ নাগরিকরা। তীব্র আন্দোলনের মুখে সরকারের ২৬ মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ব্যক্তিদের মধ্যে প্রেসিডেন্টের ভাই বাসিল রাজাপাকসেও ছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রেসিডেন্টের অনুরোধে সোমবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন আলি সাবরি।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে লেখা চিঠিতে সাবরি বলেছেন, ‘আমি এতদ্বারা জানাচ্ছি যে, অর্থমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন