1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

যমুনার পানিতে তলিয়েছে কৃষকের স্বপ্ন

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৪ বার সংবাদ দেখেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি || উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, করতোয়া, বড়াল ও হুড়াসাগর নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৭০০ বিঘা জমির কাঁচা ও আধাপাকা ধান। সারা বছরের খাদ্যের জোগান দেওয়া ফসল পানিতে তলিয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

জানা যায়, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের নদী তীরবর্তী জালালপুর, কৈজুরি, সোনাতনী ও গালা ইউনিয়নের নিচু জমির ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কৃষকরা বাধ্য হয়ে কাঁচা ও আধাপাকা ধান গরুকে খাওয়াচ্ছেন। অনেকে আধাপাকা ধান মাড়াই করে কিছুটা চাল বের করার চেষ্টা করছেন।

স্থানীয় কৃষকরা বলছেন, প্রতিবছর সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে নদীর পানি বৃদ্ধি শুরু হয়। কিন্তু এ বছর চৈত্র মাসের শুরুতেই হঠাৎ যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় কৃষকরা বলছেন, প্রতিবছর সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে নদীর পানি বৃদ্ধি শুরু হয়। কিন্তু এ বছর চৈত্র মাসের শুরুতেই হঠাৎ যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ বলেন, ‘উজানের পাহাড়ি ঢলের কারণে কয়েক দিন ধরে যমুনা ও এর শাখা নদীগুলোর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।’

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আহসান শহিদ সরকার বলেন, ‘যমুনায় হঠাৎ পানি বৃদ্ধির ফলে জেলার চার উপজেলার প্রায় ৭০০ বিঘা বোরো ধান ডুবে গেছে। এতে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন