মুন্সীগঞ্জ প্রতিনিধি |
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে।
ভোর ৬টা থেকে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত এই নৌরুটে লঞ্চ চলাচল করবে। আগামী ২৫ এপ্রিল থেকে ২০ দিনের জন্য নতুন এ নিয়ম কার্যকর হবে।
লঞ্চ মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক লঞ্চ চলাচলের সময় বৃদ্ধির অনুমোদন দেন।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে বিআইডাব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শুক্রবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ সচল রয়েছে। এছাড়াও এ নৌরুটে ১৫৩টি স্পিডবোট ও ৬টি ফেরি সচল রয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।