1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১২ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || বকেয়া বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে এ কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এজন‌্য পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর ১১ নম্বরের কটন টেক্সটাইল নামে একটি গার্মেন্টস শ্রমিকরা সকাল ৯টার পর পর সড়ক অবরোধ করে। পরে শ্রমিক এবং মালিকপক্ষের সঙ্গে আলাপ করে তাদের বেতন বোনাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, এক থেকে দেড়শ শ্রমিক রাস্তা অবরোধ করে বেতন-বোনাসের দাবিতে স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের রাস্তা অবরোধ করার ফলে মিরপুর-১১ নম্বরসহ বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। ওই এলাকায় যানজট দেখা দেয়। পথচারীরা পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে।

শ্রমিকরা জানান, গত এক সপ্তাহ ধরে বকেয়া বেতন-বোনাসের দাবিতে তারা আন্দোলন করছেন। মার্চ মাসের বেতন, ওভারটাইম, সার্ভিস চার্জ ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তারা গার্মেন্টসের সামনে পালা করে পাহারা বসান।

তারা বলেন, গত দুদিন শ্রমিকরা মিছিলসহ মিরপুর থেকে উত্তরা বিজিএমইএ পর্যন্ত পায়ে হেঁটে যান। বিজিএমইএ কর্তৃপক্ষ বলেছে, ২৫ এপ্রিলের মধ্যে সমস্যার সমাধান করা হবে। কিন্তু মালিকপক্ষের তেমন কোনো আগ্রহ না থাকায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন