1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

ভারত থেকে কাঁচামরিচ আমদানির উদ্যোগ

সাংবাদিক
  • আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১২ বার সংবাদ দেখেছেন

দিনাজপুর প্রতিনিধি || দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে আগামীকাল ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে। আমদানি হলে দেশের বাজারে অনেকটায় দাম কমে যাবে কাঁচামরিচের।

শুক্রবার (৫ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, কয়েক দিনের তীব্র গরম আর টানা বৃষ্টির কারণে দেশে কাঁচামরিচের আবাদ অনেক নষ্ট হয়ে গেছে। যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের। আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং খামার বাড়িতে কাঁচামরিচ আমদানির জন্য আবেদন করেছি। বৃহস্পতিবার হিলির কয়েক জন আমদানিকারক কাঁচামরিচ আমদানির আইপি (এলসি) পেয়েছে। আগামীকাল শনিবার ভারত থেকে কাঁচামরিচ আমদানি হতে পারে। আশা করছি আমদানি শুরু হলে দেশের বাজারে কাঁচামরিচের দাম অনেকটা স্বাভাবিক হবে।

জানা যায়, প্রতিবছর খরা এবং বর্ষার কারণে দেশে কাঁচামরিচের আবাদ অনেক ক্ষতিগ্রস্ত হয়। এসময় ভারত থেকে কাঁচামরিচের আমদানি করা হয়। তবে এবছর এখনও কাঁচামরিচের আমদানি শুরু হয়নি। আমদানি না হওয়ায় লাগামহীনভাবে কাঁচামরিচের দাম বেড়েই চলেছে। হিলির বাজারে কাঁচামরিচ খুচরা ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন