1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

মাঠে নামার ঘোষণা হকারদের

সাংবাদিক
  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১ বার সংবাদ দেখেছেন

হকার পুনর্বাসনের জন্য পাঁচ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা বলেছেন, ফুটপাতের হকারদের পুনর্বাসনের জন্য স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেদি দুই ধাপে অগ্রসর হতে হবে। তার আগে প্রকৃত হকারদের তালিকাভুক্ত করে পরিচয়পত্র (হকার আইডি কার্ড) দিতে হবে।

আজ শুক্রবার সকালে নয়াবাজার ব্রিজের নিচে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

এর আগে পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে মিছিল শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক-রায়শাবাজার-বংশাল থানা হয়ে নয়াবাজার ব্রিজের নিচে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। হকার্স ইউনিয়নের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, কেন্দ্রীয় নেতা কোতোয়ালি থানা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান পাটোয়ারী, সূত্রাপুর থানার সভাপতি মো. শাহিন, হকারনেতা মো. নাদিম, মাসুম হোসেন, দ্বীন ইসলাম প্রমুখ।

সমাবেশে শ্রমিক নেতা সেকেন্দার হায়াৎ বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গুলিস্তান ও লক্ষ্মীবাজার এলাকা থেকে পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করেছে। গুলিস্তানে আন্দোলনের মাধ্যমে হকাররা ফুটপাতে বসেছে। সূত্রাপুরের লক্ষ্মীবাজারে হকারদের বসতে দেওয়া না হলে আগামী রবিবার থেকে পুরান ঢাকার হকাররা আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নিয়ে মাঠে নামবে।

সমাবেশে বক্তারা হকার্স ইউনিয়নের ১০ দফা দাবি মেনে নিয়ে নগর ব্যবস্থাপনায় হকারদের রেখে ঢাকা শহরকে ঢেলে সাজানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন