1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

উন্নয়ন-অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৮ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || দীর্ঘসময় ধরে দেশে গণতান্ত্রিক ধারা এবং স্থিতিশীলতা রয়েছে বলেই এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে মন্তব‌্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অগ্রযাত্রা অব‌্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আগে বক্তব‌্য দিতে গিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তিতে আছে। উন্নয়ন আর অগ্রযাত্রার ধারা যেন অব্যাহত থাকে, সেটাই চাওয়া।’

স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসলে দেশের সব উন্নয়ন-অগ্রগতি তছনছ করে দেবে মন্তব‌্য করে তিনি বলেন, ‘১৯৭৭ সালে কথিত সেনাবিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান অসংখ্য মানুষ মেরেছে। বাংলাদেশে যেন আর দুঃশাসনের দিন না ফিরে আসে।’

এ সময় তিনি বলেন, ‘আমার কাছে প্রধানমন্ত্রীত্ব কোনো বিষয় না। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।’

দেশের মানুষের মাঝেই তিনি পরিবারের স্বজনদের খুঁজে পান এবং দেশের মানুষ ভালো থাকলেই নিজে ভালো থাকেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

‘সবাইকে হারিয়ে আজ আমার কেউ নেই। দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই। ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই৷ দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি।”

জনগণের সহযোগিতায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ঠ ভালো অবস্থানে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা খুবই ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘বঙ্গবাজারের আগুনের পর মনে হচ্ছে যে, অতীতে যারা আগুন সন্ত্রাস করেছে, তাদের এখানে হাত আছে কি না! কারা ফায়ার সার্ভিসের ওপর হামলা করল এসব খতিয়ে দেখা হচ্ছে। জীবন্ত মানুষকে যারা পুড়িয়ে মারতে পারে, তারা সবকিছুই করতে পারে৷ তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিত্তবানরা দুঃস্থদের পাশে দাঁড়ালে কেউ কষ্টে থাকবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সমাজে সবাই সবার পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন, এই সক্ষমতাটা যাতে থাকে সেই দোয়া করি।’

করোনাভাইরাস মহামারির মধ্যে গত তিন বছর ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। এর আগে প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতরের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তিনি। তিন বছর পর এবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন