1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

ঈদের নাটকে একসঙ্গে মনোজ কেয়া ও জোভান

আনন্দনগর প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৪ বার সংবাদ দেখেছেন
ঈদের নাটকে একসঙ্গে মনোজ কেয়া ও জোভান
ঈদের নাটকে একসঙ্গে মনোজ কেয়া ও জোভান

প্রথমবার নাটকে একসঙ্গে অভিনয় করছেন এ সময়ের তিন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মনোজ প্রামানিক, কেয়া পায়েল ও জোভান। নাটকের নাম ‘নিজের খেয়াল রেখো’।

এটি পরিচালনা করছেন জাকারিয়া শৌখিন। আগামী কুরবানি ঈদের জন্য নাটকটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। এটি একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক।

এতে অভিনয় করা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘শৌখিন ভাই একজন রুচিশীল নির্মাতা। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই ভীষণ ভালোলাগে। আর মনোজ দা, জোভান ভাই দুজনই অভিনয়ে দুর্দান্ত। এ জন্য তাদের সঙ্গে কাজ করাটাও দারুণ উপভোগ্য। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

মনোজ বলেন, ‘এ নাটকের গল্প দারুন। আশা করি দর্শকের ভালো লাগবে।’ জোভান বলেন, কেয়ার সঙ্গে অনেকগুলো কাজ করা হয়েছে। ভালো অভিনয় করে সে। আর এ নাটকে আমরা দারুণ কাজ করেছি। আমার বিশ্বাস দর্শকরা পছন্দ করবেন।’

আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে জোভান ও কেয়া পায়েল একই পরিচালকের ‘গুড বয়’ নামে অন্য একটি নাটকের শুটিং করেছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন