মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপাকে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৪৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। এরপর মাত্র ১ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারার উইকেট হারায় ভারত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০১ রান। জয়ের জন্য আরও ৩৪৩ রান করতে হবে ভারতকে।
ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাটিংয়ে নেমে আজিঙ্কা রাহানে (৮৯) ও শার্দুল ঠাকুরের (৫১) জোড়া ফিফটিতে ভর করে ২৯৬ রানে অলআউট হয় ভারত।
১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান।