1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

বাখমুতে আরও সাফল্যের দাবি ইউক্রেনের

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৯ বার সংবাদ দেখেছেন
বাখমুতে আরও সাফল্যের দাবি ইউক্রেনের
বাখমুতে আরও সাফল্যের দাবি ইউক্রেনের

বাখমুত নগরীর লড়াইয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে গত একদিনে নতুন করে আরও অগ্রগতি অর্জন করেছে পাল্টা হামলা শুরু করা ইউক্রেনীয় বাহিনী।

বাখমুতে ইউক্রেনীয় সেনারা ১৪০০ মিটার অগ্রসর হয়েছে বলে শনিবার জানিয়েছেন এক সামরিক মুখপাত্র।

বাখমুতের কাছে এ সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর এমন একাধিক অগ্রগতির খবরের মধ্যে এটি সর্বসাম্প্রতিক। রাশিয়া গতমাসেই এ নগরী পূর্ণ দখলে নেওয়ার দাবি করেছিল।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র শেরহি চেরেভাতি বলেছেন, আমরা শত্রুদের ওপর হামলার চেষ্টা করছি। পাল্টা হামলা চালাচ্ছি। আমরা সম্মুখসারির অনেক জায়গায় ১৪০০ মিটার পর্যন্ত অগ্রসর হয়েছি।

টিভিতে এক মন্তব্যে তিনি বলেন, রুশ বাহিনী পাল্টা হামলা চালানোর চেষ্টা করছে। তবে তারা সফল হচ্ছে না। ইউক্রেনীয় বাহিনীর হামলা রাশিয়ার বহু সেনা হতাহত হচ্ছে।

ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এই বাখমুত নগরী ঘিরেই সবচেয়ে দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই হয়েছে।

ধারণা করা হচ্ছে, এই রণক্ষেত্রেই ইউক্রেনের মনোযোগ রয়েছে সর্বাধিক। কারণ, তারা রুশ সেনাদের উপকূলের দিকে ঠেলে দিতে যায় এবং ক্রিমিয়াকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করতে চাইছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন