কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় একটি পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা তিন শিক্ষার্থীসহ চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। তারা পিকআপ ভ্যানে ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছিল। রংপুরের গঙ্গাচড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত ও আরেকজন আহত হয়েছে। তারা এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী ছিল। ঠাকুরগাঁওয়ে নসিমন, পাগলু (তিন চাকার যাত্রীবাহী গাড়ি) ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা ও সদর দক্ষিণ : পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ছোট খোলা পিকআপে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফুটবল খেলার উদ্দেশে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিকআপটিকে চাপা দেয়। এতে পিকআপের ড্রাইভার ও তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। তারা হলো-পিকআপ ড্রাইভার মোর্শেদ (৩০), ফয়সাল (১৭), সাকিব (১৭), শাহিন (১৭)। আহত ১২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাতজনের পরিচয় শনাক্ত করেছেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মো. মারুফ। তারা হলেন-সালাউদ্দিন, সৈকত, সাকিব, হাসান, ফয়সাল, রিপন ও সাগর। তারা সবাই স্কুলছাত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
ঠাকুরগাঁও : প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়া-পুকুর নামক স্থানে মহাসড়কে একটি মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে নসিমন, পাগলু ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫)। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পাগলুর যাত্রী রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুজাহিদাবাদ কলোনির খতিব উদ্দীনের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরাজি চন্দন চহট মালিবস্তি গ্রামের দরবারুর ছেলে আবুল হোসেন (৬০)। আহতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের আবেদুল, হলদিবাড়ি গ্রামের হাবিবুর রহমান, ফুলতলা গ্রামের লিমন ও রাণীশংকৈলের মহেষপুর গ্রামের সহিদুল ইসলাম।
বালিয়াডাঙ্গী উপজেলা হেলথ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিথুন চন্দ্র দেবনাথ বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গংগাচড়া (রংপুর) : গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুতে (মহিপুর) শনিবার রাতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। তারা সবাই এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী ছিল। তারা কাকিনা রুদ্রেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। নিহতরা হলো-লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী এবং একই এলাকার আছির আলীর ছেলে শাহাআলম। আহত হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার বাসাকৈর এলাকায় রোববার সকালে ট্রাক-সিএনজি অটোর সংঘর্ষে শাহিন আলম ও সজিব নামে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী এলাকার মুজিবুর রহমানের ছেলে সজীব আহমেদ (২৮) ও একই উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকার আলম হোসেনের ছেলে শাহিন আলম (১৮)।
মধুপুর (টাঙ্গাইল) : শনিবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া তারা ফিলিং স্টেশনের কাছে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে অটোচালক আব্দুস সোবাহানের মৃত্যু হয়েছে। নিহত সোবহান মিয়া রক্তিপাড়া গ্রামের বাসিন্দা।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কে শনিবার রাতে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান নিহত হয়েছেন। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে রোববার দুপুরে মোটরসাইকেল-অটোর সংঘর্ষে জামিল নামে একজন নিহত হয়েছেন। তিনি আমিরখাকুড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে শনিবার রাতে মোটরসাইকেলের চাপায় পথচারী ফাতেমা বেগম নিয়ত হয়েছেন। তিনি কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।