1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে রাজি ইরান: খামেনি

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭ বার সংবাদ দেখেছেন
পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে রাজি ইরান: খামেনি
পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে রাজি ইরান: খামেনি

পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান পুনরায় পারমাণবিক চুক্তি করতে রাজি আছে। তবে এক্ষেত্রে তাদের পারমাণবিক অবকাঠামোর কোনো ক্ষতি করা যাবে না। এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। খবর রয়টার্সের।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয়টি পরাশক্তির সঙ্গে একটি চুক্তি করেছিল ইরান। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে আসেন। এখন নতুন করে আবারও সেই চুক্তিটি করার চেষ্টা চলছে। এরমধ্যেই চুক্তিতে সায় দিলেন খামেনি।

তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইত, তাহলে পশ্চিমা দেশগুলো আটকাতে পারত না। পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করেছেন তিনি।

খামেনি আরও বলেন, মূলত ধর্মীয় বিশ্বাস থেকেই গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করেন না তারা।

রোববার সাংবাদিকদের খামেনি বলেছেন, তেহরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা সম্পূর্ণ মিথ্যা। পশ্চিমারা এটি জানে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমরা পারমাণবিক অস্ত্র চাই না। নয়তো তারা আমাদের আটকাতে পারত না।

চুক্তিটি ফেরাতে কয়েক মাস অনানুষ্ঠানিক আলোচনাও করেছিল তেহরান-ওয়াশিংটন। কিন্তু গত বছর থেকে এ সংক্রান্ত আলোচনা বন্ধ হয়ে গেছে।

কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, গত বছর ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে চুক্তি সম্পাদনের দ্বারপ্রান্তে চলে এসেছিল। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। চুক্তি অনুযায়ী, তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দিত। এর বদলে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা তুলে নিত।

পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করার ব্যাপারে খামেনি বলেছেন, ‘পশ্চিমাদের সঙ্গে চুক্তি করায় কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পারমাণবিক অবকাঠামোয় স্পর্শ করা যাবে না।’

তিনি আরও জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার নিয়মের মধ্যে থেকে পারমাণবিক কার্যক্রম চালাবে। তবে এ সংস্থার অতিরিক্ত ও মিথ্যা কোনো আবদার মেনে নেবে না।

খামেনি আরও জানিয়েছেন, ইরানে ২০২০ সালে একটি আইন পাশ করা হয়। এই আইন অনুযায়ী, যদি নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় তাহলে তেহরান চাইলে তাদের পারমাণবিক অবকাঠামোয় আন্তর্জাতিক আণবিক সংস্থার কার্যক্রম বন্ধ করে দিতে পারবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এ আইনকে অবশ্যই সম্মান জানাতে হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন