কুমিল্লার নাঙ্গলকোটে বাজি ধরে পুকুরে ডুব দেওয়ার চরম পরিণতি বরণ করতে হলো কিশোরের। পানির নিচে কে কতক্ষণ ডুবে থাকা যায় এ বাজি ধরে পুকুরে ডুব দিয়ে ইকবাল হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে উপজেলার তুলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর তুলাগাঁও গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে ইকবাল ও তার জেঠাতো ভাই মারুফ ওই গ্রামের সাহাবুদ্দিনের মৎস্য খামারের গোসল করতে নামেন। একপর্যায় তারা মৎস্য খামারের পুকুরে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারেন এ নিয়ে বাজি ধরে দুজন পানিতে ডুব দেন। কিছুক্ষণ পর মারুফ ডুব দিয়ে উঠে ইকবালকে না পেয়ে চিৎকার করলে লোকজন এসে ইকবালকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ হাসপাতাল থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।