সিলেটে চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রের নির্দেশনা অনুসারে তিনি এ ঘোষণা দেন।
সোমবার রাত ৯টায় সিলেট নগরীর উপশহরের কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, জেলা সভাপতি নযীর আহমদ, সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি ফজলুল হক, জেলা সদস্য ইসহাক আহমদ, মহানগর ইসলামী আন্দোলন উপদেষ্টা মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, জেলা ইসলামী আন্দোলন জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি আবু তাহের মিসবাহ, মহানগর অ্যাসিসটেন্ট সেক্রেটারি মাসুম আল নোমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইউসুফ আহমদ মনসুর, মহানগর ইসলামী যুব আন্দোলন সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আলবাবুল হক চৌধুরী প্রমুখ।