1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

ইসরাইলের স্পাইওয়্যার কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন খাশোগির স্ত্রী

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৩ বার সংবাদ দেখেছেন
ইসরাইলের স্পাইওয়্যার কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন খাশোগির স্ত্রী

তুরস্কে সৌদি দূতাবাসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান ইলাতর ইসরাইলের মোবাইল হ্যাকিং যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছেন।

শুক্রবার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খাশোগির স্ত্রী মামলায় উল্লেখ করেন, এনএসও দ্বারা নির্মিত নজরদারি সফটওয়্যারটি খাশোগির মৃত্যুর আগের মাসগুলোতে তার বার্তা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হানান ইলাতর ভার্জিনিয়ার উত্তর জেলায় একটি দেওয়ানি মামলা করেন। মামলায় তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে ওই ডিভাইসগুলো তাকে লক্ষ্যবস্তু করে। এর মাধ্যমে তার স্বামীর অপরিসীম ক্ষতি হয়েছে এবং তার নিজের নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুণ্ণ করেছে।

এর আগে জামাল খাশোগির স্ত্রী দাবি করেছিলেন, ২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত তার মোবাইল ফোনে আড়িপাতে সৌদি ও আমিরাত সরকার।

এদিকে ইসরাইল বলছে, আমরা কেবল কোনো দেশের সরকারের কাছে এই স্পাইওয়্যার বিক্রি করে থাকি। গ্রাহক এটি কেনার পর কোনো কাজে ব্যবহার করে, এটি একান্তই তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো দায় নিতে চাচ্ছে না ইসরাইল।

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি হিট স্কোয়াডের সদস্যরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন