1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৬ বার সংবাদ দেখেছেন

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত এ পরোয়ানা জারি করে।

গত ৯ মে দেশজুড়ে দাঙ্গার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার ইমরান খান ছাড়াও পিটিআইয়ের অন্যান্য কয়েকজন নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। খবর ডনের।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ সেলিম আদালতের কাছে ইমরান খানসহ পিটিআইয়ের অন্যান্য নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি।

পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত ইমরান খানসহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গত ৯ মে পাকিস্তানের বহুল আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা চালায় পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। পিটিআইয়ের সহিংসতায় দেশটিতে অন্তত ৮ জন নিহত ও ২০৯ জন আহত হন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন