1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

‘বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ’

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৬৮ বার সংবাদ দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। বুধবার মিরপুর স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজ জানান, এবার বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছি।

এই সিরিজ যদি হেরে যাই তার মানে এই না যে, আমরা খারাপ দল। ওয়ানডে চ্যাম্পিয়নশিপ যেভাবে শেষ করেছি, সেটাও ভালো ছিল। আমাদের কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। সেরা চার দল হয়ে আমরা বিশ্বকাপে যাচ্ছি। দু-একটি ম্যাচ হয়তো খারাপ হচ্ছে। তবে ফল অবশ্যই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আমরা চাইব এই সিরিজে দাপট দেখিয়ে জিততে। তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে।’

মিরাজ বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকে নিচ্ছি। পরিকল্পনা করে এগোচ্ছি। বিশ্বকাপের বেশি দেরি নেই। সবাই অনুশীলন করছি। ভালো করছি।’ তিনি বলেন, ‘এখানে সবাই সবার দায়িত্ব জানে। ছোট ছোট জায়গায় ইনপুট করা দরকার। কোচ তা করছেন। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। এটাই আমাদের সবচেয়ে অভিজ্ঞ দল। বিশ্বকাপে কেমন কন্ডিশনে খেলা হবে, এসব নিয়ে কাজ হচ্ছে। বিশ্বকাপে তিনশর বেশি রান হয়। সেভাবেই চেষ্টা করছি আমরা অনুশীলনে।’

তিনি বলেন, ‘আফগানিস্তান ভালো দল। আমরা তাদের সঙ্গে বেশি জিতি। সবশেষ সিরিজও জিতেছি। তারা হয়তো কিছু সময়ের জন্য আমাদের চাপে ফেলে। যে দলই হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেট সব সময় চাপের।’ মিরাজ যোগ করেন, ‘এর আগে রশিদ খানরা ছিল। তখনো আমরা ভালো ক্রিকেট খেলেছি। ক্রিকেটে ওঠা-নামা থাকবে। কিন্তু আমরা কীভাবে নিতে পারছি সেটাই দেখার বিষয়। আমরা সবাই ভালো টাচে আছি।’

এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো ফলের আশা করছেন মিরাজ, ‘আমাদের এবার সুযোগ আছে। আমারা চেষ্টা করব। এবার বিশ্বকাপে আমরা অভিজ্ঞ দল। বিশ্বকাপে কীভাবে খেলব, সেটা টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে।’ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ ভালোভাবে শেষ করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে।

মিরাজ বলেন, ‘৪-৫টা সিরিজ খেললে একটি তো হারতেই পারি। বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ। ভালোভাবে শেষ করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। কোচ সব খেলোয়াড়কে স্বাধীনতা দেন। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেন।’ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে শুরু হবে ৫ জুলাই।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন