1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩ বার সংবাদ দেখেছেন

ডেক্সু// পার এইটে নিজেদের শেষ ও তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংসটাউনে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আফগানরা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছেন গুরবাজ-রশিদরা। তাই টাইগারদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে আফগানরা।

এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ আফগানদের স্পিন জাদু। অতীতে বেশ কয়েকবার রশিদ-নবীদের বিশ্বসেরা স্পিন আক্রমণের সামনেই ধরাশায়ী হয়েছে ব্যাটাররা। তাই এবার আফগান চ্যালেঞ্জে জিততে হলে যে মূল দায়িত্বটা ব্যাটারদের নিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে এবারের বিশ্বকাপে বোলিংয়ে দারুণ করেছে বাংলাদেশ। মোস্তাফিজ-তানজিমদের সামলানো সহজ হবে না গুরবাজদের জন্যও। এ ছাড়াও গত বছর ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে শান্ত বাহিনীকে।

এই ম্যাচের একাদশে বেশকিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। স্পিনার মেহেদী হাসানের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেসার শরিফুল ইসলামকে। বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচে খেলা হয়নি এই বাঁহাতি পেসারের। তবে আফগানদের বেশির ভাগ ব্যাটার ডান হাতি হওয়ায় একাদশে ফিরতে পারেন শরিফুল।

এ ছাড়াও ভারত ম্যাচে একাদশে না তাসকিনেরও ফেরার সম্ভাবনা রয়েছেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ব্যাটার জাকির আলী অনিক। যেহেতু স্পিন দিয়ে কাবু করা কঠিন, তাই পেস ডিপার্টমেন্টের ওপরই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন