1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

দুর্গম পাহাড়ে অভিযান, এমপি আনার হত্যায় জড়িত দুজন গ্রেপ্তার

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৫ বার সংবাদ দেখেছেন

 নিজস্ব প্রতিবেদক ||

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত দুই আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ফয়সাল ও মোস্তাফিজ।

বুধবার (২৬ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। এ বিষয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গ্রেপ্তার ও অভিযানের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা থেকে সরাসরি অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার অভিযানের ব্যাপারে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন