ডেস্ক/// ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলন যুক্ত একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার পর এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে।
জানা গেছে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আন্দোলনকারীদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ায় দিকে যায়। বিজয় একাত্তর হলে গিয়ে ঢুকতে চাইলে হলের ওপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জুতা নিক্ষেপ করতে শুরু করে। এরপর দুই গ্রুপের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের মধ্যে যারা রাজুতে অবস্থান করছিলেন তারাও যোগ দেন।