1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

প্রেসক্লাবের সামনে রাবার বুলেট-টিয়ার শেল, পুলিশ বক্সে আগুন

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪ বার সংবাদ দেখেছেন

ডেস্ক/// রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় আধা ঘণ্টা ধরে উত্তজনাকর পরিস্থিতি চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির সমর্থনে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন ঘিরে তৈরি হয় এই পরিস্থিতি। পুলিশ রাবার বুলেট-টিয়ার শেল ছোড়ে, পরে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনকে কেন্দ্র করে শতাধিক লোক জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এই এলাকায় যান চলাচল বন্ধ হলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বেলা সোয়া ১২টার দিকে এই উত্তেজনার শুরু। পরে হাইকোর্ট ও সচিবালয় উভয় দিক থেকে প্রেস ক্লাবের দিকে এগোতে থাকে পুলিশ। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের কয়েকজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার চেষ্টা করে। তবে বন্ধ গেট দিয়ে ভেতরে ঢুকতে না পেরে তারা ইট-পাটকেল ছুড়ে চলে যায়। এসময় প্রেস ক্লাবের সামনে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বেলা দেড়টার পর আন্দোলনকারীরা প্রেসক্লাব এলাকা থেকে সরে যায় এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া নাগাদ, প্রেস ক্লাব, সচিবালয় ও পল্টনের দিকে পুলিশ অবস্থান করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন