1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

সব স্কুল-কলেজ খুলছে রবিবার

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৫ বার সংবাদ দেখেছেন

ডেস্ক///  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (স্কুল-কলেজ পর্যায়) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ  সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর আগামী ১৮ আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, কোটা আন্দোলনে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে গত ১৭ জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অন্যান্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন