1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

আজ থেকে পুনরায় চলছে মেট্রোরেল

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১ বার সংবাদ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক/// দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চলাচল করছে মেট্রোরেল। আজ রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলছে। তবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন দুটিতে মেট্রোরেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে উত্তরার প্রথম ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়ে।

মেট্রোরেল চলবে রাত পর্যন্ত। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট। এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

তবে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুইটিতে শুধুমাত্র এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। এবং রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। জননিরাপত্তার স্বার্থে ওইদিন বিকাল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকালে দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন