1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

‘বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিকশিত হচ্ছে’

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২ বার সংবাদ দেখেছেন

 কূটনৈতিক প্রতিবেদক:

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা সক্রিয়ভাবে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভয়চেনকভ।

শুক্রবার (১ নভেম্বর) ‘স্বাধীনতাত্তোর বাংলাদেশের উন্নয়নে সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান’শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ঢাকাস্থ রাশিয়ান হাউজ এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (২ নভেম্বর) ঢাকাস্থ রাশিয়ান হাউজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভয়চেনকভ স্বাগত বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর দেশ পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা করেন।

মুক্তিযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন বাঙালি ছাত্রদের জন্য বিনামূল্যে শিক্ষা এবং জাতীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণসহ বাংলাদেশ পুনর্গঠনে যথেষ্ট সহায়তা করে। এর ফলে রাশিয়ান ভাষার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল, যা বাংলাদেশে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার মাধ্যমে আরও প্রসারিত হয়। এই অ্যাসোসিয়েশনে ৬ হাজারেরও বেশি সদস্য রয়েছেন। এই সমিতি সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগে ঢাকাস্থ রাশিয়ান হাউজের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করে বাংলাদেশে রাশিয়ান ভাষা ও সংস্কৃতির প্রচার করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন