পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য তিনটি নতুন সেবা চালু করার কথা জানিয়েছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)।
ওকালাহ ক্যাপিটাল অ্যাকাউন্ট, মুদারাবা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, মুশারাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট- এই তিন সেবার পাশাপাশি ‘আই-ট্রেড’ নামে অনলাইন প্লাটফর্মও চালু করা হয়েছে।
মঙ্গলবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এসব সেবা উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইবিসিএমএলের এমডি মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।