গ্রতিবেদক// মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থী ও পাঠকদের কথা বিবেচনা করে অমর একুশে বইমেলার দ্বার খোলা হয়েছে সকাল ৭টায়। কিন্তু দর্শনার্থী-পাঠকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। বিক্রেতারা আশা করছেন, বিকালের দিকে জনসমাগম বাড়বে, বইও বিক্রি হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা গেছে, অনেকটা ফাঁকা বইমেলা। অল্প কিছু দর্শনার্থী ঘুরাঘুরি করছেন। কেউ আবার ছবি তুলছেন। স্টলে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা।
অর্জন প্রকাশনীর স্টলে থাকা ফারজানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন লোকজন কম। তবে বেলা বাড়লে উপস্থিতি বাড়বে।’
‘আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা জানাতে লোকজন শহীদ মিনারেই বেশি ভীড় করছেন। এদিকে লোকজন কম। তবে বিকালে জমজমাট হবে এমনটাই আশা করছি।’
সাহিত্য প্রকাশনের রাজ মো. রাজি বলেন, ‘ভাষা দিবস আজ। লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ব্যস্ত। তাই আজ বইমেলায় লোকজন কম। তবে বিকালে জনসমাগম হবে।’
ক্রেতার অপেক্ষায় বইমেলা
তিনি বলেন, ‘শ্রদ্ধা জানাতে আসা লোকজন যে বইমেলায় আসবে এমনটা নয়। সেখানে নানা দলের অনেক কর্মী। তারা সাধারণত কর্মসূচি শেষ করে চলে যাবেন। বই কিনতে বা মেলায় বিকালে লোকজন বেশি আসে। আসা করছি, বিকালে লোকসমাগম হবে।’
সিটি কলেজের শিক্ষার্থী আসিফ জানান, তারা কয়েক বন্ধু শহীদ মিনারে এসেছেন। সেখান থেকেই বইমেলায় আসা। এর আগেও তিনি এসেছিলেন। সে সময় জুলাই আন্দোলন নিয়ে লেখা বই কিনছেন। ওই আন্দোলনে যুক্ত থাকার কারণে সেই বই কিনেছেন বলেও জানান তিনি