নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের বাসে ডাকাতি ও নারী যাত্রীদের ‘যৌন নিপীড়নের’ মামলায় গ্রেপ্তার তিনজনের মধ্যে দুই যুবক আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার অন্য একজনকে আদালত পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আহসানুজ্জামান জানান।
তিনি বলেন, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নওরিন করিম।
গ্রেপ্তার মানিকগঞ্জের দৌলতপুর সদর উপজেলার লাউতারা গ্রামের মো. শহিদুল ইসলাম মুহিতের (৩০) জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মুহিত দুইটি বাসসহ আরো পাঁচটি ডাকাতি মামলার আসামি বলে জানান ডিবির এসআই আহসানুজ্জামান।
তিনি বলেন, স্বীকারোক্তিতে ওই দুই যুবক আদালতকে বলেছেন, মুহিত ও তারা দুজন ছাড়াও ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় শ্যালক-দুলাভাইসহ আরো চারজন ছিলেন।
“বাসে ডাকাতির সময় দুজন নারী যাত্রীর কাছ থেকে গহনা ছিনিয়ে নেওয়ার সময় তাদের হেনস্তা করেন তারা।”
এর আগে শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।