নিউজ ডেস্ক:
ফেডারেল কর্মীবহর ছোট করে আনার পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার পেন্টাগন ও অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) ১১ হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে।
রাজস্ব বিভাগের ৬ হাজারের মতো কর্মীকে বিদায় করার কাজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ও চলতি সপ্তাহ থেকে ৫ হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুত করা শুরু করতে যাচ্ছে এবং এই সংখ্যা সামনে আরও বাড়বে, শুক্রবার এমনটাই জানিয়েছে পেন্টাগন। পেন্টাগন নতুন কর্মী নিয়োগও বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি কর্মীর সংখ্যাই প্রায় সাড়ে ৯ লাখ; এর ৫ থেকে ৮ শতাংশ ছেঁটে ফেলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
আর ২০২৩ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগে কর্মীর সংখ্যা প্রায় ৮৩ হাজার।
দেশটিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল, তার আগে এই ছাঁটাই বিভাগের সক্ষমতায় প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন।
ছাঁটাইয়ের খড়্গ যাদের ওপর পড়তে যাচ্ছে তাদের বেশিরভাগই এক বছরের কম চাকরি করা শিক্ষানবীস, বলছে একাধিক প্রতিবেদন।
তবে দীর্ঘদিন কাজ করা কেউ যখন নতুন কোনো দায়িত্বে যান, তখন তাকেও কোনো কোনো ক্ষেত্রে শিক্ষানবীস বিবেচনা করা হয়।
আইআরএসের ক্ষুদ্র ব্যবসা/স্ব-নিয়োজিত বিভাগেই (এসবিএসই) এবার ছাঁটাইয়ের সবচেয়ে বড় কোপ পড়তে যাচ্ছে একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
পেন্টাগনে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি আগে থেকেই চলছিল।
গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে এক পোস্টে বলেছিলেন, “পেন্টাগনের দরকার মেদ (সরদপ্তর) কমিয়ে পেশী (যোদ্ধা) বাড়ানো।”
ট্রাম্প প্রশাসন যেভাবে ফেডারেল কর্মীবাহিনী ছেঁটে ফেলছে এবং কর্মকর্তা বদলে ফেলছে তা নিয়ে মার্কিনিদের মধ্যে খানিকটা অস্বস্তি তৈরি হয়েছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে।
ওয়াশিংটন পোস্ট/ইপসসের ওই জরিপ বলছে, ট্রাম্প যেভাবে ফেডারেল সরকার চালাচ্ছে তাতে ৪৪ শতাংশ খুশি থাকলেও অসন্তোষ আছে ৫৪ শতাংশ নাগরিকের।