1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩ বার সংবাদ দেখেছেন

ডেক্স///  দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা এখন তারা ব্যবহার করছে। তবে আমরা এটা কোনও অবস্থাতেই করতে দেবো না।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সজাগ ও সচেতন আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা এসব করছেন, তাদের ঘুম আমি হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না।’

যেভাবে হোক, দুষ্কৃতিকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দিনে-রাতে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং সেখানে প্রতিহত করবে।’

আইনশৃঙ্খলা বাহিনীকে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনস্ট্রাকশন দিয়েছি। আগামীকাল (সোমবার) থেকে তারা টহল কার্যক্রম বৃদ্ধি করবে। কোথাও কিছু যেন না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে।’ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এতে কোনও গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনও আশঙ্কা নেই।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বনশ্রী এলাকার এই ঘটনাটি আমার নলেজে আছে। সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর যদি কারও অবহেলা থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের পর মধ্যরাতেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।

সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৩ ফেব্রুয়ারি)  রাজধানীসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর সারা দেশে নানান কর্মসূচি পালন করেছেন।

এরইমধ্যে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি ও মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাইয়ের খবর পাওয়া যায়।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন