রাতে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানচর হতে আনুমানিক ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসছিল মাছ ধরার ট্রলার ‘এফভি সুরমা’। রোববার সংবাদ পাওয়ার পর এ ট্রলারের জেলেদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটে্ন্যান্ট কমান্ডার আমিরুল হকের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর ‘এফভি সুরমা’ নামের একটি মাছ ধরার ট্রলারে ১৫ জন জেলে বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকার উদ্দেশ্যে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট থেকে রওনা দেন।
এর দুদিন পর রাত ৮টায় সাংগু গ্যাস ফিল্ড হতে দক্ষিণ পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে জেলেদের বহনকারী এ ট্রলারের ইঞ্জিন বিকল যায়।
মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তারা তিন দিন ধরে সাগরে ভাসতে থাকে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকাল সাড়ে চারটার দিকে তারা নেটওয়ার্কের আওতায় আসলে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়।