1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

ওমানে ঘূর্ণিঝড়, বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা পেছাল

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২০ বার সংবাদ দেখেছেন

 ক্রীড়া প্রতিবেদক ||

উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে বাংলাদেশ জাতীয় দলের ওমান যাত্রা পেছাল। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটের ফ্লাইটে ওমান উড়াল দেওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ, মুশফিকদের। ফ্লাইট এক ঘণ্টা পিছিয়েছে। রাত ১১টা ৪৫ মিনিটে দল বিশ্বকাপের যাত্রা শুরু করবে। নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

ওমানে যাত্রা নিয়ে রোববার বিকেল থেকেই শঙ্কা তৈরি হয়। ওমানের রাজধানী মাস্কাটের পরিস্থিতি ভালো না হওয়ায় সেখানের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিমানের সূচি নতুন করে দেওয়া হয়।

ক্রিকেটারদের রাত আটটায় রিপোর্টিং করতে বলা হয়েছিল। সেই হিসেবেই তারা যারা যার বাসা থেকে রওয়ানা হন। কেউ কেউ বিসিবির বাস দিয়ে আসেন। তবে মাঝপথে জানানো হয়, ফ্লাইট ক্যান্সেল। কিছুক্ষণ পর বিমানবন্দর কর্তৃপক্ষ আবার সিদ্ধান্ত নেয়, ফ্লাইট চালু রাখার। সেই সিদ্ধান্তে ক্রিকেটাররা বিমানবন্দরে ঢুকেন সাড়ে আটটার পর।

এরপর চেক-ইন করা শুরু করেন তারা। স্কোয়াডের এক ক্রিকেটার রাইজিংবিডিকে বলেন, ‌‌‌‌‌‌‘আমরা আগের সময় অনুযায়ী বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের ফিরে যেতে বলেছে বোর্ড থেকে। ব্যাক করছিলাম। আবার কল দিয়ে জানায় বিমানবন্দরে যেতে। এখন চেক-ইন শেষ। লাউঞ্জে বসে আছি।’

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছে মাহমুদউল্লাহরা। চার দিনের অনুশীলনের পর দল যাবে আরব আমিরাতে। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর আবার ওমানে ফিরবে দল। ওমানে প্রথম রাউন্ডে বাংলাদেশ দল খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। এই পর্ব টপকে লাল-সবুজ জার্সিধারীদের যেতে হবে আরব আমিরাতের সুপার-১২ রাউন্ডে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন