ক্রীড়া প্রতিবেদক ||পোর্ট এলিজাবেথে বৃষ্টি। বন্ধ রয়েছে খেলা। ৩৯ ওভারের খেলা শেষ হতেই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আসে বৃষ্টি। ধীরে ধীরে বাড়ছে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫৬ রান। ক্রিজে আছেন পিটারসেন ৫২ ও বাভুমা ৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ১৫৬/২ (৩৯ ওভার)
তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত এলগার
দ্বিতীয় সেশনের শুরুতে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। ইনিংসের ৩৩তম ওভারের পঞ্চম বলে তাইজুল ফেরালেন ডিন এলগারকে। আগের বলে এলগারের ব্যাট মিস করে লাগে পায়ে। জোরালো আবেদনও করে বাংলাদেশ। তবে লেগ স্ট্যাম্পের বাইরে হওয়াতে রিভিউতে যায়নি বাংলাদেশ। পরেই বলেই দেখা মেলে সাফল্যেই। তাইজুলের কুইকারে পরাস্ত হন এলগার। একটু পেছনে গিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় লিটনের গ্লাভসে। রিভিউ নেওয়ার চেষ্টা করেননি এলগার। তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ৭০ রান। ১০টি চারের মার ছিল ইনিংসে।
১ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডিন এলগার ৫৯ ও কিগান পিটারসেন ২৪ রান নিয়ে অপরাজিত আছেন। খালেদের আহমেদের করা ১২তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন সারেল এরউই। ২৪টি রান আসে তার ব্যাট থেকে।