1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৭ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক || করোনার কারণে দুই বছর হজ পালনে নানা বিধিনিষেধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি আরব সরকার। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত।

স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ যাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন