জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || দীর্ঘ ৪ বছর পর বরিশালের পিরোজপুর গ্রামের বাড়ি ঈদ করতে গিয়েছেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। বিগত বছরগুলোর ৮টি ঈদ ঢাকায় করায় প্রিয়জনের সান্নিধ্য খুব একটা পাননি। যে কারণে এবারের ঈদ তার কাছে অন্যরকম আনন্দ নিয়ে এসেছে।
আরো একটি ব্যাপার হলো নায়িকা হওয়ার পর এবারই প্রথম গ্রামে ঈদ পালন করছেন ঐশী৷ গ্রাম আগের মতো থাকলেও কিছুটা বদলে গেছেন ঐশী। তবে বদলে যায়নি তার পরিচয়। গ্রামের সবাই তাকে আদর করে এখনও ‘মুনা’ নামে ডাকেন।
ঐশী বলেন, ‘গ্রাম আমার বরাবরই ভালো লাগে। শহরে থাকার কারণে সেভাবে গ্রামে ঈদ পালন করা হয়ে ওঠে না। তাছাড়া করোনার দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদ ঢাকায় করতে হয়েছে। লম্বা সময় পর গ্রামে ঈদ করতে এসে ভীষণ ভালো লাগছে৷ আমার আসার খবর পেয়ে অনেকেই আসছেন। একেকজনের একেক আবদার! কেউ সেলফি তুলছেন। কেউ খোঁজখবর নিচ্ছেন। কেউ শুধু দেখতে আসছেন। বাড়ি ভর্তি মানুষ। বিষয়টি উপভোগ করছি।’
‘আগে সবার যে আদর-ভালোবাসা পেতাম এখন দিগুণ পাচ্ছি। তবে আমি সবার কাছ থেকে আগে যে, ভালোবাসা পেতাম সেটাই চাই। সেলিব্রিটির ভালোবাসা চাই না। অনেকেই দেখতে আসছেন নায়িকা হওয়ার পর পরিবর্তন হয়েছি কিনা। কথাবার্তা আগের মতো বলছি কিনা। দেখার পর তারা বলছেন, আমাদের মুনা আগের মতোই আছে- পরিবর্তন হয়নি।’