1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

মুদ্রা ছাপানো বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৪ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক ||
ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে স্থানীয় মুদ্রা রুপি ছাপানো বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।

অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে। এর ফলে দ্বীপ রাষ্ট্রটির দুই কোটি ২০ লাখ মানুষকে কয়েক মাস ধরে চরম মুদ্রাস্ফীতি এবং বিদ্যুতের ঘাটতি সহ্য করতে হচ্ছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ৬০ শতাংশে গিয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশের মুদ্রানীতি পর্যালোচনা করা হবে। শ্রীলঙ্কা আগস্টের শেষ নাগাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ পুনর্গঠনের পরিকল্পনা পেশ করবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কায় ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় ৫৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। গত মাসের তুলনায় পরিবহন খরচ বেড়েছে ১২৮ শতাংশ এবং একই সময়ে শস্য ও জ্বালানি তেলের অভাবের কারণে খাদ্যের দাম বেড়েছে ৮০ শতাংশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন