1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

মোবাইল থেকে ব্যাংকে দৈনিক লেনদেন হবে ৫০ হাজার টাকা

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৬৮ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক ||
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব থেকে ব্যাংকে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করতে পারবেন একজন গ্রাহক। আগে এই সীমা ছিল ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল হিসাব থেকে ব্যাংকের ট্রান্সফার (ব্যাংক হিসাব) দৈনিক সর্বসাকুল্যে ৫০ হাজার টাকা করা যাবে। মাসিক সর্বসাকুল্য পরিমাণ হবে ৩ লাখ টাকা। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যেসব নির্দেশনা অপরিবর্তিত থাকবে:
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এছাড়া, একজন গ্রাহক আরেকজনকে মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।
দৈনিক একজন গ্রাহক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। এমএফএস হিসাবে জমা রাখতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা।

ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠানো যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন