1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

মেঘনায় ঝড়ের কবলে মালবাহী ট্রলার

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৪ বার সংবাদ দেখেছেন
মেঘনায় ঝড়ের কবলে মালবাহী ট্রলার
মেঘনায় ঝড়ের কবলে মালবাহী ট্রলার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এক কোটি টাকার মালামালসহ এমভি মোহছেন আউলিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাতিয়া উপজেলার মেঘনা নদীর কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

ট্রলারের মাঝি মোহাম্মদ জিহাদ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারীঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। সকাল ৯টার দিকে কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় পৌঁছলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক পাশে থাকা এমভি মায়মুনা নামে অন্য একটি জাহাজ এসে আমাদের ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে।

ওসি আরও বলেন, জিডিতে ট্রলারের মাঝি জিহাদ উল্লেখ করেন, ট্রলারে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন