1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

জানা গেল রক্মিণীর ফিটনেসের রহস্য!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৯ বার সংবাদ দেখেছেন
জানা গেল রক্মিণীর ফিটনেসের রহস্য!
জানা গেল রক্মিণীর ফিটনেসের রহস্য!

রুক্মিণী মৈত্রের ফিটনেসকে অনেকেই পছন্দ করেন। পাশাপাশি চেহারা দেখেও আকর্ষিত হন। তাকে দেখলেই সবার একটাই প্রশ্ন থাকে। তিনি নিজের এই চেহারা ধরে রাখার জন্য কী কী করেন, সারাদিনে কী খাওয়াদাওয়া করেন, কতক্ষণ সময় কাটান জিমে তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

তবে বারবার অনেক সাক্ষাৎকারেই এই উত্তর দিয়েছেন নায়িকা। তিনি বলে এসেছেন ঈশ্বরের আশীর্বাদে তার ফিটনেস খুবই ভালো। চাইনিজ, বিরিয়ানি থেকে চকলেট কেক, আইসক্রিম খেতে তিনি খুবই ভালোবাসেন। ফলে ডায়েটে থাকার কথা তিনি নাকি কখনো ভাবতেই পারেন না। সব সময় খাওয়াদাওয়ার মধ্যে থাকেন।

এবার জিম করতে গিয়ে বেজায় মন খারাপ রুক্মিণীর। সে ছবিই শেয়ার করে নিলেন রুক্মিণী। তার ইনস্টাগ্রাম স্টোরিতে জিম করার ছবিই দিয়েছেন অভিনেত্রী।

বেগনি রঙের টিশার্ট পরে রুক্মিণী। যোগাসন করার ম্যাটে শুয়ে আছেন তিনি। মুখে বিন্দুমাত্র হাসি নেই। সেই কারণটাও নিজেই জানিয়েছেন নায়িকা।

রুক্মিণী লিখেছেন, ‘জিম করতে মোটে ভালো লাগছে না। চকলেট খেতে ইচ্ছে করছে।’ যতই ক্যামেরার সামনে তার কাজ হওয়ার জন্য প্রিয় খাবার ত্যাগ করার পাত্রী তিনি নন।

ব্যোমকেশ ছবির শুটিংয়ের জন্য কিছু দিন আগে মধ্যপ্রদেশে শুটিং করতে গিয়েছিলেন তিনি। মধ্যপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তিনি। সেই মন্দিরের ঘিয়ের লাড্ডু পর্যন্ত না খেয়ে থাকতে পারেননি। এত খাওয়াদাওয়া করার জন্যই কি জিমে যাচ্ছেন রুক্মিণী? সেই উত্তর অবশ্য এখনো পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন