বাধ্যতামূলক হিজাব অপসারণ এবং দেশব্যাপী প্রতিবাদকে সমর্থন করায় ইরানের প্রখ্যাত অভিনেত্রী ফাতেমা মোতামেদ আরিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই এমন তথ্য দিয়ে এ অভিনেত্রী জানিয়েছেন তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। তাকে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ফেস্টফুচেন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
ফাতেমা বলেন, ‘আমি আমার পাসপোর্ট ফেরত পেতে চাই। বর্তমানে আমার কাজেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেটাই হোক না কেন, আমি ইরান ছাড়বো না। আমার দেশে থেকেই আমি শৈল্পিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই। শিল্পকর্মের সঙ্গে কারো শত্র“তা থাকতে পারে না। আমার সঙ্গে এমন সহিংস আচরণ সরকারের উচিত হচ্ছে না।’
‘নারী, জীবন ও স্বাধীনতা’ আন্দোলনের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী হিজাববিরোধী আন্দোলনের সঙ্গে শুরু থেকেই জড়িত ছিলেন।