টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে। ৪৪৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৯৩ রানেই দলের সেরা তিন ব্যাটসম্যান শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারার উইকেট হারায় ভারত।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।
এই দুই তারকা ব্যাটসম্যান চতুর্থ দিনের শেষ বিকেলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। জয়ের জন্য রোববার আরও ২৮০ রান করতে হবে ভারতকে।
শেষ দিনে বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে ও রবিন্দ্র জাদেজারা দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে জয় পেতেও পারে ভারত। তবে সবচেয়ে বড় অবদান রাখতে হবে কোহলি-রাহানেকে। তারা দিনের তিন সেশনের মধ্যে দুটি সেশন কাটিয়ে দিতে পারলে জয়ের পথেই থাকবে ভারত।
ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাটিংয়ে নেমে আজিঙ্কা রাহানে (৮৯) ও শার্দুল ঠাকুরের (৫১) জোড়া ফিফটিতে ভর করে ২৯৬ রানে অলআউট হয় ভারত।
১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান।
প্রসঙ্গত, এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের টার্গেট তাড়ায় জয়ের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে সর্বোচ্চ রান তাড়ায় এটাই রেকর্ড। উইন্ডিজের সেই রেকর্ড ভাঙতে হলে কোহলিদের করতে হবে ৪৪৪ রান।