1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দির মৃত্যু

গাজীপুর মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৪ বার সংবাদ দেখেছেন
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দির মৃত্যু
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে এক বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোর নয়ন (২২) নারায়ণগঞ্জ সদর থানার শ্রী কৃষ্ণের ছেলে।

কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ডাকাতির প্রস্তুতি (দস্যুতা) মামলা নং-৩৯০-এর আসামি হিসেবে দুই বছর ধরে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল কিশোর নয়ন। সোমবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এহিয়াতুজ্জামান মিয়া জানান, গত রাত ১০টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয় নয়ন। পরে তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ও সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি আমাকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন